Last Updated: Saturday, October 19, 2013, 19:31
আন্ত্রিকের চিকিত্সায় পুর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাঠাল রাজ্য সরকার। সরকারের পাঠানো স্যালাইনের বোতলে মিলল শ্যাওলা। গত ৯ অক্টোবর আন্ত্রিক আক্রান্ত হয়ে উত্তর দমদমের ১১ নম্বর ওয়ার্ডের বহু মানুষ পুর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে পুর তহবিল থেকে ওষুধ কেনে পুরসভা।