Last Updated: Wednesday, August 15, 2012, 21:13
বছর ঘুরে আবারও একটা স্বাধীনতা দিবস। এবার ৬৬ তম। গোটা দেশ ব্যস্ত স্বাধীনতা উদ্যাপনে। প্রতিবারের মতই প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে সাফল্যের খতিয়ান! প্রতিশ্রুতি ভবিষ্যতের জন্য। গত ৬৫ বছর ধরে এটাই ১৫ অগাস্টের চেনা ছবি। তবে আরেকটি ছবিও রয়েছে। যে ছবির কথা সচারাচর সামনে আসে না। যে ছবি সামনে এলে রীতিমত শিউরে উঠতে হয়।