Last Updated: Wednesday, June 6, 2012, 15:52
জামিন পেয়েছিলেন আগেই। এবার ২০০৮ সালের স্পেকট্রাম কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত আন্দিমুথু রাজাকে নিজের রাজ্য তামিলনাড়ুতে যাওয়ারও অনুমতি দিল পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত। বুধবার বিচারক ও পি সাইনি ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার দুর্নীতিকাণ্ডের দায়ে চার্জশিটপ্রাপ্ত প্রাক্তন টেলিকমমন্ত্রীকে পেরামবুলুর জেলায় নিজের বসতভিটেতে যাওয়ার অনুমতি দিয়েছেন।