Last Updated: Thursday, July 5, 2012, 14:25
দু`দিনের ভারত-পাক বিদেশসচিব পর্যায়ের বৈঠককে গঠনমূলক বলে বর্ণনা করলেন বিদেশসচিব রঞ্জন মাথাই। দু`দিনের বৈঠক শেষে যৌথ বিবৃতি পেশ করা হয়েছে। এই বিবৃতিতে শান্তি-নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, জম্মু কাশ্মীর বিষয়ে আলোচনা, জনগণের মধ্যে আস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি তাত্পর্যপূর্ণভাবে পাকিস্তানে তরফে দেওয়া ২৬/১১ সন্ত্রাস ও আবু হামজা কাণ্ডের যৌথ তদন্তের প্রস্তাব উল্লিখিত হয়েছে।