Last Updated: Wednesday, October 23, 2013, 18:21
শিল্পায়নের রথ ঝোড়ো গতিতে এগোচ্ছে চিনে। বাড়ছে কল-কারখানা,নগরায়ন। তার দোসর হয়েই হাজির বায়ু দূষণ। ধোঁয়াশার পুরু চাদর এসপ্তাহে বহু ব্যাঘাত ঘটিয়েছ উত্তরপূর্ব চিনে। একরকম বাধ্য হয়েই তাই একগুচ্ছ নতুন নিয়ম চালু করল প্রশাসন। এখন থেকে সমস্ত বড় শহরে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। রাশ টানা হচ্ছে শিল্প উত্পাদন এবং নির্মাণশিল্পের ক্ষেত্রেও।