Last Updated: Tuesday, December 25, 2012, 20:41
শুধুই কালো মাথার সারি। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। যে লাইনের শুরুর হদিশ মিললেও, শেষের খবর জানা নেই কারও। বড়দিনে এই চেনা ছবি দেখা গেল চিড়িয়াখানা, নিকো পার্ক, মিলেনিয়াম পার্ক-সর্বত্র। পশুপাখীর রাজ্য ছেড়ে ভিড় কখনও ঘুরল ভিক্টোরিয়ায়, কখনও বা বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আসলে বড়দিনের কলকাতা আজ বড় মজার কলকাতার চেহারা নিল। ভিড়ে গাড়ি তো বটেই হাঁটতেও অসুবিধা হচ্ছে তবু কারও মুখভার নেই, রাগ নেই। আজ ওসব কিছু করতে নেই। আজ শুধু হাসি, আনন্দ, মজা, আর পার্টি।