Last Updated: Friday, June 20, 2014, 19:29
বয়স বাড়ছে আলিপুর চিড়িয়াখানার বাঘেদের। দেশের অন্য চিড়িয়াখানা থেকে চেয়েও মিলছে না বাঘ। এখন থেকে সতর্ক না হলে বছর খানেকের মধ্যে হয়ত আর বাঘের দেখা মিলবে না আলিপুর চিড়িয়াখানায়। বাঘ বাঁচাতে ন-বছর পর ফের আলিপুর চিড়িয়াখানায় শুরু হচ্ছে বাঘেদের প্রজনন।