Last Updated: March 24, 2014 19:25

রাজনীতির ময়দান এখন বেশ জাঁকজমকপূর্ণ। গ্ল্যামারস পলিটিক্সে এবার যোগ হতে পারেন নতুন মুখ। মুম্বয়ের নতুন প্রজন্মের ফ্যাশনিস্তা সোনম কপূর। এতদিন যদি দর্শক ভেবে থাকেন শুধুমাত্র স্টাইল আইকন হয়েই থাকতে চান সোনম, তবে এবারে ভুল ভাঙতে চলেছে তাঁদের। কফি উইথ করণের সেটে পাওয়া গেল এক অন্য সোনমকে।
বাবা অনিল কপূরের সঙ্গে করণের শোয়ে এসেছিলেন সোনম। সেখানেই জানালেন, রাজনীতিতে আসতে পারেন সোনম। সমাজের জন্যও কাজ করতে চান সোনম। প্রত্যাশামতোই এদিনও সোনম নিজের স্টাইল স্টেটমেন্ট মেনেই ছিলেন ফ্যাশনিস্তা। করণের শোয়ের জন্য বেছে নিয়েছিলেন কালোর ওপর সাদা পোলকা ডটের পোশাক।
রাজনীতির ময়দানে আরও একটু গ্ল্যামারের আশায় সোনমের অপেক্ষায় রইলেন সকলেই।
First Published: Monday, March 24, 2014, 19:26