Last Updated: Saturday, September 1, 2012, 09:28
শুক্রবার ন্যাক সম্মেলন থেকে ফেরার পথে সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, তার বিরুদ্ধে যযাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেবিষয়ে নির্ভরযোগ্য প্রমানের দাবী করলেন তিনি। ইরান থেকে ফেরার পথে বিশেষ বিমানে এক সাংবাদিক সম্মেলেন ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইরানে ন্যাম সম্নেলনের ফাঁকে পাক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে পাক সফরের আমন্ত্রন জানান পাক প্রেসিডেন্ট জারদারি। কিন্তু শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উপযুক্ত পরিবেশ তৈরি না হলে পাক সফর সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।