Last Updated: Sunday, March 25, 2012, 15:04
মিছিল থেকে হামলা এবং তা থেকে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। শনিবার কাঁঠালবেড়িয়া গ্রামপঞ্চায়েতের ভাঙনখালি গ্রামে অশান্তি ছড়ায়। সন্ধেয় একশো দিনের কাজের হিসেব নিয়ে বসেছিলেন কয়েকজন আরএসপি সমর্থক। তখন তাঁদের পাশ দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল যাচ্ছিল। আরএসপি সমর্থকদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে প্রথমে তাঁদের ওপরে হামলা চালানো হয়।