Last Updated: Sunday, December 22, 2013, 15:17
মুম্বইয়ের আন্ধেরী ওয়েস্টে শ্রীদেবী-বনি কাপুরের বাডি়তে আগুন লাগল। আগুন নেভাতে ছুটে আসতে হল দমকলকে। এক ইংরেজি ট্যাবলয়েডের খবর অনুয়ায়ী, শ্রীদেবী যখন মেয়ে ও শাশুড়ীকে নিয়ে বসে গল্প করছিলেন, তখনই বেডরুমে হঠাত্ ধোঁয়া বের হতে দেখে ছুটে যান। শ্রীদেবী দ্রুত ঘরে থেকে তাঁর শাশুড়ী ও মেয়েকে বের করে আনেন। এরপর আগুন দেখে আতঙ্কিত হয়ে শ্রীদেবী ফোন করেন দমকলকে।