Last Updated: September 6, 2013 14:59

বনি কাপুরের পর করন জোহার। গ্যাংস্টারদের হুমকির সম্মুখীন হলেন বলিউডের এই তারকা প্রযোজক, পরিচালক। একটি হুমকি এসএমএস পেয়ে মুম্বইয়ের খার পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছেন করন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ বিষয়টির তদন্তের দায়িত্ব নিয়েছে।
করনের অভিযোগ দায়েরের পর তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
কিছুদিন আগে আর এক প্রযোজক অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুরও একই ধরনের হুমকি পান। তিনি ওশিওয়ারা পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিসের অনুমান এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীরা ইন্টারনেট ফোন সার্ভিসের মাধ্যমে এই ধরনের হুমকি এসএমএস বা ফোন গুলি করছে। যার ফলে কারা এই কার্যকলাপের সঙ্গে জড়িত তাদের আস্ল পরিচয় খুঁজে বার করতে অসুবিধায় পড়তে হচ্ছে পুলিসকে।
First Published: Friday, September 6, 2013, 14:59