Last Updated: Tuesday, February 14, 2012, 06:06
তা সত্ত্বেও ভালবাসার জন্য একটি দিনক্ষণ হয়েছে ঠিক করা। আর এই দিনটি হচ্ছে ১৪ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় সেন্ট ভ্যালেন্টাইনস ডে। বছরভর তো মান-অভিমানের পালা চলতেই থাকে, কিন্তু এই দিন নাকি শুধুই হৃত্কমলে ধুম লাগার দিন! প্রেমের জোয়ারে ভাসতে, ভাসাতে প্রস্তুত মহানগর। এই মহানগরের সেলিব্রিটিরা কী ভাবেন এই দিনটি নিয়ে, কি ভাবে সেলিব্রেট করতে চান, তা জানালেন প্রমা মিত্র আর গীতাঞ্জলি দে কে।