Last Updated: Monday, April 29, 2013, 09:57
পাকিস্তানের জেলে আক্রান্ত বন্দি সরবজিত সিংকে চিকিত্সার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে না। জিন্না হাসপাতালে ভর্তি সরবজিতের সিংয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায়, তাঁর পরিবারের তরফে চিকিত্সার জন্য তাঁকে ভারতে নিয়ে আসার আবেদন জানানো হয়। পরিবারের আবেদন খতিয়ে দেখতে এরপরই চার সদস্যের বিশেষজ্ঞ চিকিত্সককে নিয়ে প্যানেল গড়ে পাক সরকার। চিকিত্সাকর জন্য পাকিস্তানের বাইরে সরবজিত সিংকে নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই সিদ্ধান্ত নিয়েছে ওই প্যানেল।