Last Updated: March 12, 2014 18:32

নীরবে লড়াই করছেন নিজের সঙ্গে। গতি যার কাছে হার মানে, কিংবদন্তী ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুম্যাখার কিভাবে হার মানবে জীবনের কাছে! প্রশ্ন হয়ত সবার কাছে। আর সেই প্রশ্নের ক্ষীণ উত্তরে দিশা শোনা গেল শুম্যাখার ম্যানেজার স্যাবাইন কেহমের মুখে। তিনি জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে।
এর আগেও চিকিত্সকরা জানিয়েছিলেন আজীবন কোমাচ্ছন শুম্যাখার মাথায় সামান্য সাড়া মিলছে। তবে সেটা এতটাই সামান্য যে তিনি কখনই বিপদমুক্ত নন। ফর্মুলা ওয়ান রেস সাতবার বিজয়ী মাইকেল শুম্যাখার এই সামান্য সাড়াতে কিছুটা স্বস্তি গোটা বিশ্ব। প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শুম্যাখার।
First Published: Wednesday, March 12, 2014, 18:32