Last Updated: Friday, January 4, 2013, 09:42
দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরই ধর্ষকের শাস্তির দাবিতে সরব গোটা দেশ। ঠিক তখনই ধর্ষণের অভিযোগে হাতে নাতে ধরা পড়লেন কংগ্রেসের এক প্রভাবশালী নেতা। ঘটনাটি ঘটেছে নিম্ন অসমের চিরাং জেলায়। অভিযুক্ত বিক্রম সিং ব্রহ্মা বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের কংগ্রেস প্রধান। অভিযোগ, বুধবার রাতে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বিক্রম সিং। তাঁর চিত্কারে আশেপাশের লোক টেরে পেয়ে যাওয়ায় বিক্রমসিং-এর কার্যসিদ্ধি হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারী। স্থানীয় মহিলারা ওই কংগ্রেস নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।