Last Updated: Friday, December 14, 2012, 21:47
কলকাতা পুলিসের কনস্টেবল পদের পরীক্ষায় ফের বিতর্ক। উঠল দুর্নীতির অভিযোগও। শারীরিক সক্ষমতার
পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা। মাঠে প্রশংসাও কুড়োলেন অনেকে। মাঠেই ব্যাজ নম্বর
লেখা সাদা কাগজে টিক মেরে অনেককে জানিয়ে দেওয়া হল, তাঁরা উত্তীর্ণ। কিন্তু, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের
খোঁজ করতেই বেরিয়ে এল অন্য তথ্য। জানানো হল, তাঁরা শারীরিক পরীক্ষায় পাসই করেননি।