Last Updated: Tuesday, November 5, 2013, 19:57
তিব্বতে দলাই লামার প্রভাব পুরোপুরি খর্ব করতে উঠেপড়ে লাগল চিন। বৌদ্ধ ধর্মগুরুর বক্তব্যের এক কুচিও যাতে দেশে ঢুকে পড়তে না পারে তার জন্য নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। ইন্টারনেট, রেডিও, টিভি চ্যানেলের মাধ্যমে বৌদ্ধ ধর্মগুরুর বক্তব্য ছড়িয়ে পড়া ঠেকাতে ততপর হল বেইজিং। তৈরি করা হয়েছে বিশেষ সেল।