Last Updated: Thursday, February 13, 2014, 09:41
দলমা থেকে আসা হাতির তাণ্ডবে নাজেহাল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাসিন্দারা। লাগাতার হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ঘর। নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে জমির ফসল। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সারাবছরই চলে হাতির তাণ্ডব। তবে এবার দলমা থেকে আসা ২০ হাতির একটি দলের তাণ্ডবে রীতিমত নাজেহাল অবস্থা বাসিন্দাদের। হাতির হামলায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে ৩০টি বাড়ি।