Last Updated: Sunday, March 10, 2013, 12:46
সাহস তিনি অনেক দেখেছেন। তাঁর সাহসের চোটে সেন্সর বোর্ডের সদস্যদের ঘাম ঝরে যাওয়ার জোগাড়। সেই `সাহসী` শার্লিন চোপড়া এবার নিজেকে বললেন সেক্স বিপ্লবি। শার্লিন এক সাক্ষাত্কারে বলেন, আমি নিজেকে একজন সেক্স বিপ্লবী হিসাবে দেখি। আমি যা করছি তাতে সেক্স বিষয়ক ইতিহাসে নতুন বিপ্লব আনবে। প্রথম ভারতীয় হিসাবে প্লে বয় ম্যাগাজিনে নগ্ন ছবি তুলে রেকর্ড গড়া শার্লিন বলেন এ দেশে সেক্স শব্দটা একটা সময় ভয়-লজ্জার প্রতীক হিসাবে দেখা হত।