Last Updated: Monday, January 7, 2013, 14:56
সালটা ১৯৯৫। কলকাতার র্যাম্পে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। বেশিরভাগ বাঙালিই নাক সিঁটকিয়েছিল দেখে। মেয়েটা বড্ড রোগা, বড্ড কালো এইসব হাজারো রকম কথা কানে এসেছিল তখন। পরের বছর সেই মেয়েই সকলকে অবাক করে জিতে নিয়েছিলেন ফোর্ড সুপারমডেল।