Last Updated: Wednesday, August 21, 2013, 10:27
আরও তলিয়ে গেল টাকা। মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের দাম দাঁড়ায় ৬৪ টাকা ১১ পয়সা । পরে পরিস্থিতির কিছুটা সামলে দিনের শেষে ডলারের দাম দাঁড়িয়েছে ৬৩ টাকা ২৫ পয়সা। টাকার লাগাতার পতন রুখতে বাজার থেকে আট হাজার কোটি টাকার ঋণপত্র কেনার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।