Last Updated: Sunday, January 1, 2012, 17:04
অতীতে মেঘালয়ের পিএ সাংমা, ত্রিপুরার সুধীররঞ্জন মজুমদার কিংবা মনিপুরের আর কে দোরেন্দ্র সিংয়ের মত রাজ্য রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীদের দলে টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোয়া বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উইলফ্রেড ডি সুজা`র হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিচ্ছেন তিনি।