Last Updated: Saturday, October 27, 2012, 18:07
বোধনেই ভেটেল বুঝিয়ে রাখলেন ভারতে গতির পুজোয় তিনিই নায়ক হতে প্রস্তুত। শনিবার ইন্ডিয়ান গ্রাঁ পিতে পোল পজিশন পেলেন রেডবুলের বিশ্বচ্যাম্পিয়ন ড্রাইভার জার্মানির সেবাস্তিয়ান ভেটেল। যোগ্যতানির্ধারনী পর্বে সতীর্থ মার্ক ওয়েবারকে টেক্কা দেন রেডবুলের এই ড্রাইভার।