Last Updated: Monday, March 26, 2012, 10:31
ধ্বংসস্তুপ সরিয়ে আগামী বৃহস্পতিবার থেকেই চালু হতে চলেছে হাতিবাগানের সবজি ও মাছ বাজার। চালু হতে পারে মুদিখানার বাজারও। অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কীভাবে বাজারের ক্ষতিগ্রস্থ এলাকা দ্রুত মেরামতি করা যায় তা নিয়ে বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে দুদফায় বৈঠক করেন মেয়র পারিষদ বাজার, দেবাশিস কুমার ও মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ।