Last Updated: June 24, 2014 10:07

মহাকারণ সংস্কারের দায়িত্ব বিদেশি সংস্থাকে দিতে চানননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই সেই সংস্কারের কাজেই দেশ বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ পেতে এবার ওয়েব সাইট তৈরি করছে সরকার। ওয়েবসাই তৈরির দায়িত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞরা ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষও মতামত জানাতে পারবেন। মহারকরণ সংস্কার হবে, এই ঘোষণার নয় মাস পর কাজে হাত দিয়েছে পুর্ত দফতর। সেই কাজ কেমন হচ্ছে নাগরিকদের তা জানাতে ওয়েবসাইট চালু করছে সরকার।
ওয়েবসাইটি ডিজাইন করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
পূর্ত দফতরের ওয়েবসাইট ডাবলিউ বি পি ডাবলিউ ডি ডট কো ডট ইন এ গিয়ে পাওয়া যাবে নতুন ওয়েব সাইটের লিঙ্ক। এখানেই রাইটার্স সংস্কারের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
সংস্কারের পর মহাকরণের ভিতরে ও বাইরে বেশ কিছু পরিবর্তন হবে। ভিতরের আয়তন সাড়ে পাচ লক্ষ বর্গফুট, যা কমে দাঁড়াবে পাঁচ দশমিক তিন শূণ্য লক্ষ বর্গফুট। সংস্কারের পর এক তলায় মন্ত্রী বা সচিবদের বসার কোনো ঘর থাকবে না। মহাকরণের পিছনের দিক থেকে তৈরি হবে প্রবেশ পথ।
সংস্কারের পর রাইটার্সের বাইরের চেহারারও বেশ কিছু পরিবর্তন হবে।
First Published: Tuesday, June 24, 2014, 10:07