Last Updated: Friday, June 8, 2012, 11:54
জগনমোহন রেড্ডির হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের নাম জড়াল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। রাজশেখর রেড্ডির পুত্র জগনমোহনের একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে শ্রীনিবাসনের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর সভাপতির মালিকানাধীন ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড-এর জগনমোহন রেড্ডির দুই সংস্থা ভারতী সিমেন্টস ও জগতী পাবলিকেশনে বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই।