Last Updated: Thursday, March 29, 2012, 23:11
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর সম্ভবত নরওয়েতে দুই বাঙালি শিশুর বন্দিদশা
কাটতে চলেছে। অভিজ্ঞান ও ঐশ্বর্যকে তাদের কাকা অরুণাভাস ভট্টাচার্যের
হেফাজতে দেওয়ার সুপারিশ করল সেদেশের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস। বৃহস্পতিবার
রাতে এজেন্সি সূত্রে একথা জানানো হয়েছে। তবে ১৭ এপ্রিল এব্যাপারে চূড়ান্ত
সিদ্ধান্ত নেবে স্ট্যভেঞ্জার ডিস্ট্রিক্ট কোর্ট।