Last Updated: March 29, 2012 23:11

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর সম্ভবত নরওয়েতে দুই বাঙালি শিশুর বন্দিদশা কাটতে চলেছে। অভিজ্ঞান ও ঐশ্বর্যকে তাদের কাকা অরুণাভাস ভট্টাচার্যের হেফাজতে দেওয়ার সুপারিশ করল সেদেশের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস। বৃহস্পতিবার রাতে এজেন্সি সূত্রে একথা জানানো হয়েছে। তবে ১৭ এপ্রিল এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্ট্যভেঞ্জার ডিস্ট্রিক্ট কোর্ট।
যথাযথ প্রতিপালন হচ্ছে না, এই অভিযোগে গত বছর মে মাসে শিশুদুটিকে নিজেদের হেফাজতে নিয়েছিল নরওয়ের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস। সন্তানদের ফেরত পাওয়ার জন্য এর পর থেকে লড়াই চালিয়ে আসছিলেন বাবা অনুরূপ ভট্টাচার্য ও মা সাগরিকা। এব্যাপারে নরওয়ের বিদেশমন্ত্রকের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকরা। কয়েকবার আশার আলো দেখা গেলেও মূলত চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসের আপত্তিই সন্তান ফেরত পাওয়ার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দম্পতির কাছে। দিনকয়েক আগে অনুরূপবাবু দাম্পত্যকলহের কথা প্রকাশ্যে এনে স্ত্রীর থেকে বিচ্ছেদ চান বলে জানালে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। গোটা প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারতীয় বিদেশমন্ত্রক। শেষ পর্যন্ত ২৬ মার্চ দক্ষিণ কোরিয়ার সিওলে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা শীর্ষসম্মেলনের ফাঁকে বিষয়টি নিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জেন্স স্টোলেনবার্গের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন মনমোহন সিং। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন স্টোলেনবার্গ। এর পরই অভিজ্ঞান ও ঐশ্বর্যকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাল নরওয়ের চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস।
বৃহস্পতিবার অনুরূপ ও সাগরিকার আইনজীবী জানান, "১৭ এপ্রিল কোর্টের কাছে শিশুদুটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার সুপারিশ করবে চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস। কোর্টের নির্দেশ পেলেই পরিবারের কাছে ফিরতে পারবে শিশুদুটি।"
First Published: Friday, March 30, 2012, 00:05