Last Updated: Thursday, April 26, 2012, 10:20
অবশেষে গণ আদালতের রায় মেনে ওড়িশার অপহৃত বিধায়ক ঝিনা হিকাকাকে মুক্তি দিল মাওবাদীরা। গণআদালতের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তাঁকে ছাড়া হবে বলে জানিয়েছিল কমরেড রামকৃষ্ণণ ও দয়া'র নেতৃত্বাধীন সিপিআই(মাওবাদী)-র অন্ধ্রপ্রদেশ-ওড়িশা স্পেশাল বর্ডার জোনাল কমিটি। এদিন সকাল ১০টায় কোরাপুট জেলার বালিপেটার অদূরে জঙ্গল লাগোয়া একটি গ্রামে তাঁকে মুক্তি দেওয়া হয়।