Last Updated: Saturday, November 24, 2012, 09:47
গতবছর এই দিনেই বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু
হয় মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির। মাঝে কেটে গেছে একটা বছর। মাওবাদী
শীর্ষনেতার মৃত্যু ঘিরে এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। গুলির লড়াইয়ে
মাওবাদী শীর্ষ নেতার সঙ্গী কারা ছিলেন? গুলির চিহ্ন ছাড়াও শরীরে ছিল আরও
কিছু আঘাতের চিহ্ন। কীভাবে এল সেই চিহ্ন? এরকম বহু প্রশ্নের সঠিক কোনও
উত্তর আজও পাওয়া যায়নি।