Last Updated: Monday, July 8, 2013, 09:17
বেঁচে থাকলে আজ তিনি একশো বছরে পা রাখতেন। তিনি জ্যোতি বসু। দলের সাধারণ সম্পাদক থেকে রাজ্য সম্পাদক, লোকসভার প্রাক্তন স্পিকার থেকে বিধানসভার প্রাক্তন স্পিকার একবাক্যে সবাই বলেন দলের মধ্যে জ্যোতিবাবু ছিলেন শৃঙ্খলাপরায়ণতার প্রতীক। দলের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মেনে চলতেন তিনি। মেনে চলার পরামর্শ দিতেন সহকর্মীদেরও। দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারই তার ব্যতিক্রম হয়েছিল।