Last Updated: Friday, May 25, 2012, 18:29
চালসে নয়, চল্লিশে চনমনে কে জো। কথায় বলে, লাইফ বিগিনস অ্যাট ফর্টি। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছতে চল্লিশ বসন্ত অপেক্ষা করতে হয়নি যশ-তনয়কে। শুক্রবার ৪০ পেরোলেন করণ জোহর। তাই গ্র্যান্ড স্টাইলে বার্থডে সেলেব্রেট করতে চান বলিউডের এই সফল পরিচালক।