করন @ ফর্টি

করন @ ফর্টি

করন @ ফর্টিচালসে নয়, চল্লিশে চনমনে কে জো। কথায় বলে, লাইফ বিগিনস অ্যাট ফর্টি। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছতে চল্লিশ বসন্ত অপেক্ষা করতে হয়নি যশ-তনয়কে। শুক্রবার ৪০ পেরোলেন করণ জোহর। তাই গ্র্যান্ড স্টাইলে বার্থডে সেলেব্রেট করতে চান বলিউডের এই সফল পরিচালক।

বলিউডের ফেভারিট কো জো-র গালা বার্থডে পার্টির আয়োজন করেছেন তাঁর জিগরি দোস্ত ডিজাইনার মণীশ মলহোত্রা। গেস্ট লিস্ট থেকে বাদ পড়েননি বলিউডের প্রথম সারির কেউই। কে কী পরে আসবেন কে জো-র পার্টিতে, তাই নিয়ে চলছে জোর তোড়জোড়। শোনা যাচ্ছে, লাস্ট মিনিট সারপ্রাইজ হিসেবে পার্টিতে উপস্থিত থাকতে পারেন `জংলি বিল্লি` প্রিয়াঙ্কা চোপড়া ও রামগোপাল ভার্মাও। শুটিংয়ের কারণে শেষে কয়েক সপ্তাহ লস অ্যাঞ্জলসে থাকায় কে জো-র পার্টিতে প্রিয়াঙ্কার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত দেশে ফিরেছেন পিগি চপস্। ফলে হাওয়া লেগেছে জল্পনার পালে।

ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছতেই টুইটারে বয়ে গেছে বলিউড বিউটিদের শুভেচ্ছার বন্যা। বার্থডে বয়কে উইশ করে বিপাশা বসু টুইট করেছেন, হ্যাপি হ্যাপি বার্থডে @kjohar25(করণের টুইটার অ্যাকাউন্ট)। লাভ ইওর স্পিরিট! জেনেলিয়া ডি`সুজাও কে জো কে উইশ করেছেন টুইটে। তবে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রিটার্ন গিফ্ট হিসেবে একেবারে শাহরুখের বিপরীতে ফিল্মের অফারই চেয়ে ফেলছেন বিদ্যা বালন! করণের ছবিতে শাহরুখের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না সেটা পরের ব্যাপার। কে জো-র জন্য রইল অনেক শুভেচ্ছা।







First Published: Tuesday, May 29, 2012, 22:00


comments powered by Disqus