Kasav hanged - Latest News on Kasav hanged| Breaking News in Bengali on 24ghanta.com
ফাঁসুড়েও জানতেন না `অপারেশন এক্স'-এর কথা

ফাঁসুড়েও জানতেন না `অপারেশন এক্স'-এর কথা

Last Updated: Wednesday, November 21, 2012, 13:11

এ যেন প্রতিরক্ষার জন্য দেশের গোপন লড়াই। আর এই গোপন লড়ায়েরই নাম ছিল `অপারেশন এক্স`। মুম্বই জঙ্গি হামলায় সাজাপ্রাপ্ত একমাত্র জীবিত পাকিস্তান জঙ্গি গুনমান মহম্মদ আজমল কসাভকে আজ সকাল সাড়ে সাতটায় পুণের ইয়েরওয়াড়া জেলে ফাঁসি দেওয়া হয়। গত ৫ নভেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কসাভের প্রানভিক্ষা খারিজ করে দেওয়ার পর শুরু হয় `অপারেশন এক্স`। নেতৃত্বে থাকেন স্পেসাল আই জি (আইন ও শৃঙ্খলা) দেভান ভারতী। তার ফাঁসি দেওয়ার পর শেষ হয় এই অপারেশন। এই লড়ায়ের মধ্যে কি কি কর্মসূচী নেওয়া হয়েছে, সেটা দেখে নেওয়া যাক।

তার প্রাণদণ্ডের খবরটা মা কে জানানো হোক, চেয়েছিলেন কসাভ

তার প্রাণদণ্ডের খবরটা মা কে জানানো হোক, চেয়েছিলেন কসাভ

Last Updated: Wednesday, November 21, 2012, 12:41

প্রাণদণ্ডের আগে সেভাবে কোনও শেষ ইচ্ছা জানায়নি আজমল কসাভ। তবে রাষ্ট্রপতির কাছে তাঁর প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর দিন কাসভ জানিয়েছিল, প্রাণদণ্ডের খবরটা যাতে তার মায়েকে একবার জানানো হয়। এরপর পাকিস্তানে কসাভের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে কসাভের প্রাণদণ্ডের খবর তার বাড়ির লোকেরা জানত কি না তা এখনও পরিষ্কার নয়।