Last Updated: Tuesday, January 31, 2012, 20:41
শেষ পর্যন্ত ৫ বছরের টানটান লড়াইয়ের পর ৫ প্রবল প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলল 'র্যাফেল'। ফরাসি বিমান নির্মাতা সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের তৈরি এই পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট'কে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভূক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।