Last Updated: Wednesday, February 13, 2013, 17:44
মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসিদকে মালের ভারতীয় দূতাবাসে আশ্রয় দিতে সম্মত হয়েছে ভারত। নসিদ এ দিন এক ইংরাজি সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, "আমি মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে রয়েছি।" সেখানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।