Last Updated: Thursday, September 13, 2012, 17:36
`অশোকা` ছবির সেটে প্রথম আলাপ। তার পর থেকেই করিনার প্রায় গোটা ওয়ার্ডরোবেরই দায়িত্ব নিয়ে ফেলেছেন মণীশ মালহোত্রা। কেরিয়ারের প্রথম দিকের `কভি খুশি কভি গম`, `তালাশ`, `চামেলি`, `বেওয়াফা` থেকে শুরু করে হালের `থ্রি ইডিয়ডস`, `বডিগার্ড`, `রা-ওয়ান` এমনকী `হিরোইন`- বেবোর অধিকাংশ হিট ছবিতেই তাঁর পোষাক ডিজাইন করেছেন মণীশ। বেবোর পছন্দের তালিকায় এক নম্বর ডিজাইনার আসনটির দাবিদার তিনিই।