Last Updated: Tuesday, June 5, 2012, 20:46
তৃণমূলকে ছাড়াই কংগ্রেস যে ভোটযুদ্ধে একলা চলার চ্যালেঞ্জ নিতে পারে তা স্পষ্ট করে দিল কুপার্স ক্যাম্প। কুপার্স পুরভোটের ফলাফলে এবার বারোটি ওয়ার্ডের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা শঙ্কর সিংয়ের নেতৃ্ত্বে কুপার্স পুরসভায় এই নিয়ে পরপর ৪ বার জয়ী হল কংগ্রেস।