Last Updated: Saturday, August 17, 2013, 09:25
রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যুমিছিল ক্রমেই বাড়ছে মিশরে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রক্তাক্ত কায়রোও। শুধুমাত্র রামসেস স্কোয়ারেই ৪১ জনের মৃত্যু হয়েছে। তাহরির স্কোয়্যারে পৌঁছনোর সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে সেনা। কিন্তু বিরোধ প্রদর্শনের রাস্তা থেকে সরতে নারাজ মুরসি অনুগামীরাও। মিশরের পরিস্থিতি নিয়ে সোমবার ব্রাসেলসে আলোচনায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।