Last Updated: Saturday, February 23, 2013, 10:50
সেরা ছবি আর সেরা সহ অভিনেত্রীর দৌড়ে জুয়া-বাজারে এগিয়ে আছে আরগো এবং অ্যানি হ্যাথওয়ে। শেষ মুহূর্তের ভোটিং প্রায় শেষের মুখে। ড্যানি শেরিড্যানের ভবিষ্যত বাণী, `বিগ সিক্স` ক্যাটেগরির সেরা ৫ মোটামুটি নিশ্চিত। তবে সহ অভিনেতার সেরার দৌড়ে জোর লড়াই চলছে টমি লি জোনস (লিঙ্কন) এবং ক্রিস্টোফ ওয়ালৎস (জ্যাঙ্গো আনচেইনড)-এর মধ্যে।