Last Updated: Saturday, March 9, 2013, 18:13
বিদেশমন্ত্রী সলমন খুরশিদের সঙ্গে বৈঠক সেরে আজমের শরিফ পৌঁছলেন পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ। খাজা মইনুদ্দিন চিসতির উদ্দেশ্যে চাদর চড়াবেন আশরফ। আজ সকালে স্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে ভারত পৌঁছন পাক প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে ভোজের আয়োজন করেন ভারতের বিদেশমন্ত্রী খুরশিদ। তবে পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর হওয়ায়, দ্বিপাক্ষিক বষয়ে কোনও আলোচনাই হয়নি দু`জনের মধ্যে।