Last Updated: Saturday, December 8, 2012, 19:31
পরাজয়ের চিত্রনাট্য তো কালকেই লেখা হয়ে গিয়েছিল। তবু কোন অলৌকিকের সন্ধানে সপ্তাহন্তের শনিবাসরীয় ইডেনে ভিড় জমিয়ে ছিল কলকাতা। জয় না হয় নাই হল,
একটা সম্মানজনক ড্রয়ের আশায়। আগের ইনিংসে সচিনের ফর্ম ফিরে পাওয়ার ঝলক যদি আর একবার দেখা মেলে, যদি ক্লিক করে যায় বীরু-গোতি জুটি, নিদেনপক্ষে যদি দেখা মেলে চেতেশ্বর পূজারার কোন ধ্রুপদী ইনিংসের। কিন্তু কিচ্ছু হল না। চা বিরতির পরেই ইডেনের ২২ গজে যখন অশ্বিন আর ইশান্ত শর্মা, স্কোরবোর্ড ইঙ্গিত দিচ্ছে ৮
উইকেট পতনের। রান মেরেকেটে ১৬১।