Last Updated: Tuesday, April 10, 2012, 18:52
মঙ্গলবার স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স-এর সমর সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সেনাপ্রধান বিজয়কুমার সিং। আর কাকতালীয়ভাবে এদিনই আলোচনার কেন্দ্রে চলে এল ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসের বৃহত্তম (আর্থিক অঙ্কে) চুক্তি ঘিরে অনিয়মের প্রসঙ্গ। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ভারতীয় বায়ুসেনার জন্য ফরাসী যুদ্ধবিমান `র্যাফেল`-এর নির্বাচন নিয়ে তুলে দিল নানা প্রশ্ন।