Last Updated: May 24, 2014 13:01

এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে আসতে চলেছেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা। সার্কের অন্তর্ভূক্ত দেশেগুলির রাষ্ট্রপ্রধানদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানিয়ছেন সলমন খান, রজনিকান্ত, অমিতাভ বচ্চন ও বিবেক ওবেরয়ের মতো তারকাদেরও।
রজনি, অমিতাভ ও বিবেকের সঙ্গে মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও এঁরা কেউই মোদীর নির্বাচনী প্রচারে ছিলেন না। গুজরাত টুরিজমের প্রচারে ছিলেন অমিতাভ বচ্চন। চলতি মাসের শুরুতে চেন্নাইতে মোদীর নির্বাচনী প্রচারের সময় তাঁর সঙ্গে দেখা করেন রজনিকান্ত। জানুয়ারি মাসে গুজরাতে কাইট ফেস্টিভ্যালে দেখ গিয়েছিল সলমনকে।
মোদী মন্ত্রিসভার গ্ল্যামার বাড়াতে এঁরা সত্যিই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না তা সময়ই বলবে।
First Published: Saturday, May 24, 2014, 13:01