Last Updated: June 11, 2012 15:05

সোমবার ইউরো অভিযান শুরু করছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে রয় হজসনের দলের প্রতিপক্ষ হেভিওয়েট ফ্রান্স। ইংল্যান্ড কোচ যেখানে ভরসা রাখছেন স্টিভেন জেরার্ড,অ্যাসলে ইয়ংদের উপর, তেমনই ফ্রান্স কোচ লরা ব্লাঁয়ের তুরুপের তাস হতে পারেন ফ্র্যাঙ্ক রিবেরি, করিম বেনজামারা। সাসপেন্ড থাকায় ফ্রান্স ম্যাচে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার ওয়েন রুনি।মেগা ম্যাচে রুনির অনুপস্থিতিই ভাবাচ্ছে ইংলিশ কোচকে। ইংল্যান্ডের আক্রমনভাগে সম্ভবত শুরু করবেন ম্যান ইউয়ের ড্যানি ওয়েলব্যাক। চলতি মরসুমে ম্যান ইউয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন ওয়েলব্যাক।তাঁকে সাহায্য করার জন্য থাকবেন ম্যান ইউতে ওয়েলব্যাকের সতীর্থ অ্যাসলে ইয়ঙ।
উল্টোদিকে ফ্রান্স আক্রমনভাগে সম্ভবত শুরু করবেন রিয়াল মাদ্রিদের করিম বেজনামা। এবারের লা লিগায় একুশ গোল করেছেন তরুণ এই স্ট্রাইকার।ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, সেরা ফর্মে আছেন বেনজামা। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত চার-তিন-তিন ছকে দল নামাবেন ফ্রান্স কোচ। বেনজামাকে মাঝখানে রেখে দুই প্রান্ত থেকে খেলবেন রিবেরি আর সমীর নাসিরি।ফ্রান্স আর ইংল্যান্ড দুই দলেরই আসল জায়গা মাঝমাঠ। তাই খেলার শুরু থেকেই মাঝমাঠ দখলের লড়াইয়ে নামবেন জেরার্ড-মালৌদারা। তবে ইংল্যান্ড কোচের সবচেয়ে ভাবনার জায়গা সেন্ট্রাল ডিফেন্স। কেননা জন টেরি আর লেসকটের একসঙ্গে খেলার অভিজ্ঞতা একেবারেই নেই। সবমিলিয়ে ইউরোপের দুই হেভিওয়েট দলের লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।
First Published: Monday, June 11, 2012, 15:17