Last Updated: Tuesday, April 24, 2012, 10:13
অবশেষে ভারতে ফিরল অভিজ্ঞান, ঐশ্বর্য। সোমবার নরওয়ের স্ট্যাভেঞ্জার আদালত শিশুদের কাকা, অরুণাভাস ভট্টাচার্যর হেফাজতে শিশুদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের ভিত্তিতেই কাকার হাত ধরে মঙ্গলবার ওসলো থেকে ফ্রাঙ্কফুর্ট হয়ে দিল্লি ফিরেছে নরওয়েতে আইনি গেরোয় আটক দুই শিশু।