Last Updated: Monday, October 7, 2013, 09:52
কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর লড়াই আজ ১৪ দিনে পড়ল। শনিবার ফাতেহ-গালি এলাকায় দু`ঘণ্টার ধরে চলা সংঘর্ষে পর চারজন সশস্ত্র জঙ্গির মৃত্যু হয়৷ উদ্ধার হয় ছ`টি AK47 রাইফেল, চারটি পিস্তল এবং কিছু গোলাগুলি৷ পরিস্থিতির খবর নিতে গতকাল কেরানের উপদ্রুত এলাকায় যান ভারতীয় বাহিনীর দুই লেফ্টেন্যান্ট জেনারেল সঞ্জীব চাচরা এবং গুরমিত সিং৷