Last Updated: Thursday, January 24, 2013, 21:59
শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনিকে এক বিন্দুতে এনে দিল এক সমীক্ষা। দুজনেই নিজেদের ক্ষেত্রে একেবারে সেরা জায়গায় নেই। কিন্তু তাতে কী! রোজগার ও জনপ্রিয়তার নিরিখে তারাই এখন দেশবাসীর সেরা পছন্দ। গত দু বছর ধরে বক্স অফিসের রিপোর্ট বলছে শাহরুখ খান এখন আর বলিউডের এক নম্বর নেই। বক্স অফিস সাফল্যের শেষ কথাও তিনি আর নেই। তবু শাহরুখই ফোর্বস ম্যাগাজিনে দেশের সেরা ১০০ জন সেলিব্রিটির তালিকায় সবার উপরে।