Last Updated: Saturday, August 25, 2012, 21:09
সন্দেহটা প্রথম দানা বেঁধেছিল যখন জোকার-এর প্রোমোশন এড়িয়ে গিয়েছিলেন অক্ষয়। শেষপর্যন্ত নিজেদের ছবির প্রোমোশনের জন্য বন্ধু শাহরুখের দ্বারস্থ হয়েছেন শিরীষ-ফারহা। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, শিরীষ-ফারহার সঙ্গে নাকি সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন অক্ষয়!